জন্ম ২১ অক্টোবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করি। এছারা আমি মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষনায় নিয়োজিত।ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যের সকল অঙ্গনের প্রতিে আমার তীব্র অনুরাগ। ভালোবাসি গান শুনতে ও বই পরতে।“সদয় অবগতি” আমার তৃতীয় উপন্যাস। এর আগে আমার দুটি উপন্যাস “একটি অন্যরকম গল্প” (২০১৮) ও “সে এবং দ্বিতীয় সে”।